ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চম দফায় ভাসানচরে গেল ২২৫৭ রোহিঙ্গা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
পঞ্চম দফায় ভাসানচরে গেল ২২৫৭ রোহিঙ্গা 

নোয়াখালী: নোয়াখালী হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের স্থানাস্তর প্রক্রিয়ার অংশ হিসেবে পঞ্চম দফায় নারী, পুরুষ ও শিশু সহ দুই হাজার ২৫৭ জন রোহিঙ্গা পৌঁছেছে।

বুুধবার (৩ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে তারা সেখানে পৌঁছায়।

তাদের মধ্যে ৬৬৫ জন নারী, ৫৬৩ জন পুরুষ ও ১০২৯ জন শিশু রয়েছে।

সকাল ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা নৌবাহিনীর রেডি রেসপন্স বার্থ থেকে তাদের নিয়ে পাঁচটি জাহাজে করে ভাসানচরের উদ্দেশে রওনা হন। এরআগে, মঙ্গলবার সড়ক পথে তারা চট্টগ্রামের পতেঙ্গায় আনা হয়। রাতে তাদের বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বাংলানিউজকে জানান, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা শেষে গাড়ি যোগে ওয়্যার হাউজ এ সমবেত করে ব্রিফ প্রদান করা হয়। পরে রোহিঙ্গাদের ভাসানচরের কাস্টারে স্থানান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।