ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ২ নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
নীলফামারীতে ২ নারীর মরদেহ উদ্ধার

নীলফামারী: নীলফামারীর ডিমলায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) সকালে ওই দুই নারীরে মরদেহ উদ্ধার করা হয়।

ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে লাভলী আকতার (২৫) নামে এক নারীর মরদেহ পুলিশ উদ্ধার করে। লাভলী আকতার ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ি এলাকার তাইবুল ইসলামে স্ত্রী। তিনি বোনের বাড়িতে এসে তিন দিন নিখোঁজ ছিলেন।

অপরদিকে, একই উপজেলার ছাতনাই বালাপাড়ার মফিজুল ইসলামের স্ত্রী রীপা (৩২) গলায় দড়ি আত্মহত্যা করে। অভাবের সংসারে উপায়ান্তর না পেয়ে তিনি ওই পথ বেছে নেন বলে জানায় এলাকাবাসী।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।