ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভুট্টার ট্রাকে মিললো ১৫ কেজি গাঁজা, আটক তিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
ভুট্টার ট্রাকে মিললো ১৫ কেজি গাঁজা, আটক তিন

রংপুর: রংপুরে ভুট্টার ট্রাকে সুকৌশলে গাঁজা পরিবহনের সময় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

বুধবার (৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়ার কদমতলা বাজারে মেনাজ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

এ সময় ট্রাকটি জব্দ করা হয়।

আটকরা হলেন- পাবনার জহুরুল হক লিটন (৩৯), টাঙ্গাইলের জুয়েল রানা (৩৬) ও লালমনিরহাটের নুর আলম (২০)।  

র‍্যাব-১৩ (রংপুর) অফিস সূত্রে জানা যায়, বুধবার ( ৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়ার মীরবাগ এলাকার কদমতলা বাজার এলাকার মেনাজ ফিলিং স্টেশনের সামনের মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ট্রাকটি আটক করা হয়। এ সময় ভুট্টাভর্তি ট্রাকটি তল্লাশি করে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে ট্রাকটির চালকসহ তাদের তিন জনকে আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

এ বিষয়ে র‍্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা এএসপি সামুয়েল সাংমা বলেন, আটকদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।