ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর খিলক্ষেত ৩০০ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় আশিক আব্দুল্লাহ হেলাল (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) ভোর সারে ৫টার দিকে এ দুঘটনা ঘটে।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় খিলক্ষেত থানা পুলিশ।

নিহত হেলাল বরিশাল জেলার হিজলা উপজেলার মাইকখোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামিমুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত হেলাল খিলক্ষেত ৩০০ফিটে অবস্থিত ৭১সিকিউরিটি ইনচার্জ ছিল। সেখানেই থাকতো।

এসআই শামিমুল আরও জানান, ভোর সারে ৫টার দিকে ৩০০ফিট পুলিশ হাউজিং এর দক্ষিণ পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে সিকিউরিটি কোম্পানির দাড়োয়ানের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় একটি ট্রাক মোটরসাইকেলসহ হেলালকে চাপা দেয়,
এতে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।