ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের চালক ও হেলপারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (৯ মার্চ) সকালে দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তিনি বলেন, সোমবার (৮ মার্চ) গভীর রাতে কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ওই বাসটিও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার বিকেল ৩টার দিকে কুর্মিটোলায় র্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এসজেএ/এএটি