গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় নৌবাহিনীর একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় ভারতীয় নৌবাহিনীর কমোডর মহাদেব গোবর্ধন রাজুর নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায়।
এ সময় তার সফর সঙ্গী কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি ও গৌরব দূর্গাপাল এবং ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা ছাড়া বাংলাদেশ নৌবাহিনী খুলনা নেভাল এরিয়ার কমান্ডার আরিফুল ইসলাম, কমান্ডার মো. মোস্তফা কামাল সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনী ‘কুশিল ও সুমেধা’ নামক দুটি জাহাজ তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
আরএ