ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদকবিরোধী অভিযান, সরিয়ে দেওয়া হলো সিগারেট বিক্রেতা কিশোরকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
মাদকবিরোধী অভিযান, সরিয়ে দেওয়া হলো সিগারেট বিক্রেতা কিশোরকে ধূমপান ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পুড়িয়ে বিনষ্ট করা হয়। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৮ বছরের কম বয়সী একজন শিক্ষার্থীকে সিগারেট বিক্রির দোকান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ধূমপান ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ফারহানা খান এ অভিযান চালিয়েছেন।  

মঙ্গলবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভবেরচর বাসস্ট্যাণ্ড এলাকায় এ অভিযান চলে।  

স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ফারহানা খান জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের জন্য সচেতনতামূলক একটি অভিযান পরিচালনা করা হয়েছে। ৫টি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির ধূমপান বিষয়ক বিজ্ঞাপন অপসারণ করা হয়েছে। সিগারেটের খালি প্যাকেটও জব্দ করা হয়। অভিযান শেষে দোকানিদের দ্বারা এসব পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় দশম শ্রেণির একজন শিক্ষার্থী সিগারেটের দোকান পরিচালনা করছিল, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।  

এছাড়া প্রকাশ্যে ধূমপান করায় দুইজনকে পাবলিক প্লেস থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়। শিগগির এ ব্যাপারে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।