গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। সোমবার (০৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঘাঘর কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. নাসির খান (৩৫) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ বলেন, আমার স্বামী একজন অটোভ্যান চালক। অটোভ্যান চালিয়ে তিনি গভীর রাতে বাড়ি ফেরেন। ঘটনার দিন আমার স্বামীর জন্য ঘরের দরজা খোলা রাখি। এই সুযোগে আমার প্রতিবেশী মো. দুলাল খানের ছেলে মো. নাসির ঘরে ঢুকে আমাকে ধর্ষণ করে। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ধর্ষক নাসিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক মো. নাসির খানকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
আরএ