সাভার (ঢাকা): আশুলিয়ার সীমান্তবর্তী এলাকা জিরানী বাজারের কাশেমপুরে একটি পোশাক কারখানার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় নর্দান ফ্যাশন লিমিটেডের তিন তলা গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিইপিজেড শাখার স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নর্দান ফ্যাশন লিমিটেডের তিন তলার কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এমআরএ