ঢাকা: রাজধানীর শাহজাহানপুর থানার টিটি পাড়া এলাকা থেকে ১০৫ লিটার দেশি চোলাই মদসহ মো. এরশাদ হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (৯ মার্চ) রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বাংলানিউজকে জানান, সোমবার দিনগত রাত ৯ টার দিকে র্যাব- ১০ এর একটি দল রাজধানীর শাহজাহানপুর থানার টিটি পাড়া এলাকায় অভিযান চালায়।
তিনি আরও জানান, এরশাদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে শাহজাহানপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলো। আটক এরশাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এমএমআই/কেএআর