গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় আমিনুল ইসলাম (৪০) নামে অপর এক ট্রাকের চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সহকারী বাবু মিয়া (৪০)।
বুধবার (১০ মার্চ) সকালে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলা সদরের মাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চালক আমিনুল দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মফিজ উদ্দীনের ছেলে। আহত বাবু মিয়া একই এলাকার
মুনছুর আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বাংলানিউজকে জানান, নীলফামারীর ডালিয়া থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। সকাল পৌনে ৭টার দিকে শহরের মাস্তা এলাকায় স্পিডব্রেকার পার হওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির পণ্যবাহী অপর একটি ট্রাক পাথর বোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের হেলপার বাবু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনার শিকার ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
আরএ