সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (১০ মার্চ) সকালে পাগলা বাজার সংলগ্ন ডাবর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিন জনের নাম জানা গেছে। এরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপুরের শাহেরা খাতুন (৪০), মিনারা খাতুন (৩৫) ও সুনামগঞ্জের শহিদুল ইসলাম (৪২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিরতিহীন যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে ডাবর পয়েন্টে এলে সিলেট থেকে আসা মালবাহী একটি ট্রাককে সাইড দিতে গেলে বাসের চাকা রাস্তার নিচে ঢালু অংশে পড়ে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা নিজেরাই সুনামগঞ্জ, সিলেট ও কৈতকের হাসপাতালে চলে যান।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ৩/৪ জনকে পেয়েছে। তাদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিরা নিজেরাই হাসপাতালে গিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
আরএ