ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দুদকে যোগ দিলেন নতুন চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
দুদকে যোগ দিলেন নতুন চেয়ারম্যান

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ও কমিশনার মো. জহুরুল হক তাদের দপ্তরে যোগ দিয়েছেন।

বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সকাল সাড়ে ১০টার দিকে দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় নিজ নিজ দপ্তরে তারা যোগ দিয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান, আমাদের নতুন চেয়ারম্যান এবং কমিশনার বুধবার দপ্তরে যোগদান করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান ও কমিশনার এসে পৌঁছালে কমিশন সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার তাদের অর্ভ্যন্তণা জানান।

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহকে গত ৩ মার্চ দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। একই দিনে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ পান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হক।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।