ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেফতার

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
শার্শায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর): শার্শা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ১০ জন আসামিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শার্শা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক আসামিরা হলেন- শার্শা উপজেলার দাউদখালী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ডাবলু হোসেন (৪০), একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে জিয়াউর রহমান (৪০), একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাহেব আলী (২১), আব্দুল সাত্তারের ছেলে মুন্তাজুল (৩০), মৃত মুজিবুল হকের ছেলে মোমিন (৪৫), লক্ষণপুর গ্রামের গোলাম সারোয়ারের ছেলে জাকির হোসেন (৩০), একই গ্রামের মৃত কোরবান আলীর ছেলে নাসির উদ্দীন (২৫), দিনাজপুর জেলার বড় হরিপুর গ্রামের রমজান আলীর ছেলে রফিক হাসান (২১), বাঘারপাড়া গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে রাশেদুল ওরফে রাসেল (২৯), খুলনার সায়েদ ফকিরের ছেলে মামুন ফকির (২৪), (বর্তমানে তিনি শার্শা উপজেলার খাজুরা ও ভবারবের গ্রামের বাসিন্দা)

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেসব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এবং আটক আসামিদের দুপুরে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।