ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লামায় বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
লামায় বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু প্রতীকী ছবি

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে হাজেরা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গরুরলোডা এলাকার মোস্তফা গ্রুপের রাবার বাগানে এ ঘটনা ঘটে।

নিহত হাজেরা গরুরলোডা এলাকার নুরু মিয়ার স্ত্রী।  

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হাজেরা বেগম মোস্তফা গ্রুপের রাবার বাগানের অফিসে রান্নার কাজ করতেন। সকালে তিনি কাজে যাওয়ার সময় বন্যহাতির সামনে পড়ে যান। এসময় বন্যহাতি হাজেরাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয়। এতে গুরুতর আহত হন তিনি।  

এদিকে ঘটনাস্থলে পথচারী কয়েকজন ঘটনাটি দেখতে পেয়ে তার স্বজনদের খবর দিলে তারা হাজেরাকে উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার পদুয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে।

হাতির আক্রমণে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লামার আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, পুলিশ ও বনবিভাগে খবর দেওয়া হয়েছে তারা ঘটনাস্থলে গেছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।