ঢাকা: আইনের যথাযথ ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে বর্তমান কমিশন তৎপর থাকবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ।
বুধবার (১০ মার্চ) বিকেলে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, আইনের যথাযথ ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে তৎপর থাকবে বর্তমান কমিশন।
তিনি আরও বলেন, মামলার তদন্তের দীর্ঘসূত্রিতা একটি বড় সমস্যা। সেটি কমিয়ে আনার চেষ্টা করবে কমিশন। শুধু আইন দিয়েই দুর্নীতি কমানো যাবে না। নিজ নিজ অবস্থান থেতে সচেতন হবার আহ্বান জানান তিনি। দুদকের অভ্যন্তরীণ স্বচ্ছতা বজায় রাখা হবে বলেও জানান চেয়ারম্যান।
নব নিযুক্ত কমিশনার মো. জহুরুল হক বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশ অনুসরণ করবে দুদক।
এর আগে নতুন চেয়ারম্যান এবং কমিশনার বুধবার তাদের দপ্তরে যোগ দেন। এ দিন সকাল সাড়ে ১০টার দিকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান ও কমিশনার এসে পৌঁছালে কমিশন সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার তাদের অভ্যর্থনা জানান। এরপর তারা সিঁড়ি বেয়ে দুদক ভবনের পঞ্চম তলায় তাদের দপ্তরে যান।
কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহকে গত ৩ মার্চ দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। একই দিনে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ পান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হক।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসএমএকে/এমজেএফ