ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাস্ক পরতে অনীহা সাধারণ মানুষের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
মাস্ক পরতে অনীহা সাধারণ মানুষের

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লেও মাস্ক ব্যবহার করছেন না রাজধানীর অনেক বাসিন্দা। পথচারী, গণ পরিবহন, শপিংমল সর্বত্রই একই চিত্র।

সবখানেই অধিকাংশ মানুষকে মাস্ক পরতে দেখা যায় না।

এখন অনেকটা মাস্ক পরতে অনীহা তৈরি হয়েছে সাধারণ মানুষের। কারো লাগে গরম, কেউ পরতে ভুলে যান, কেউ-বা সঙ্গে করে আনেননি। মাস্ক না পরার এমন নানা অজুহাতের শেষ নেই।

বুধবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর নতুন বাজার ও বাড্ডা এলাকা ঘুরে দেখা যায়, পথচারী, রিকশাচালক, যাত্রীদের অধিকাংশই মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছেন।

পথচারী ইয়াসির আরাফাত বলেন, মাস্ক আনতে ভুলে গিয়েছি। রিকশাচালক আবুল হোসেন বলেন, সারাদিন মাস্ক পরে থাকা যায় না। অনেক গরম লাগে।

বড় শপিংমলে মাস্ক পরে প্রবেশ করলেও মার্কেটের মধ্যেই অনেকে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন। মাস্ক বিষয়ে প্রশ্ন করলে অনেকে এড়িয়ে যান। অনেকে ভেতরে প্রবেশ করেই মাস্ক পকেটে ঢুকিয়ে ঘুরে বেড়ান।

গণপরিবহনের যাত্রী আব্দুস সালাম বলেন, কেউ তো এখন আর মাস্ক পরে না। আর করোনার এন্টি বডি তৈরি হয়েছে। তাই মাস্ক না পরলেও অসুবিধা নেই।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।