ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টেক্সটাইল মিল পিপিপির আওতায় পরিচালনার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
টেক্সটাইল মিল পিপিপির আওতায় পরিচালনার সুপারিশ

ঢাকা: বিভিন্ন টেক্সটাইল মিল পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় পরিচালনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (১০ মার্চ) জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মোয়াজ্জেম হোসেন রতন, রণজিৎ কুমার রায়, মো. নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মন্ডল, খাদিজাতুল আনোয়ার, তামান্না নুসরাত (বুবলী) এবং মোহাম্মদ হাবিব হাসান অংশ নেন।

বৈঠকে বিজেএমসির শ্রমিকদের পাওনা যথাসময়ে পরিশোধ করার সিদ্ধান্ত বাস্তবায়ন ও অপরিশোধিত সঞ্চয়পত্রসহ অন্যান্য পাওনাদি পরিশোধের কার্যকর পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণের সুপারিশ করা হয়।

প্রধানমন্ত্রীর নামে অনুমোদিত প্রতিষ্ঠানের কাজগুলো বাস্তবায়নের প্রতি অধিক গুরুত্ব দেওয়ার অনুরোধ করা হয়। ইতোমধ্যে যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে সেগুলো দ্রুত গতিতে সমাপ্ত করা ও অবকাঠামো নির্মাণ কাজগুলো যথাযথভাবে মনিটরিং করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

দেশে অধিকতর পাট উৎপাদনের জন্য পাট অধিদপ্তর হতে উন্নতমানের বীজ সরবরাহের সুবিধার্থে কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সাধনের সুপারিশ করা হয়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।