ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ৪ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
পাটগ্রামে ৪ জুয়াড়ি আটক

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ মার্চ) দুপুরে উপজেলার কোর্টতলি এলাকায় ভুট্টা ক্ষেতে চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- পাটগ্রাম পৌরসভার রসূলগঞ্জ স্টেশন পাড়া এলাকার আফতাব উদ্দিনের ছেলে আবু তালেব (২৫), একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আনারুল ইসলাম (৩০), আব্দুল মান্নানের ছেলে রবিউল ইসলাম (৩৮) ও রহমানপুর এলাকার হাফিজ উদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম (২৭)।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বাংলানিউজকে জানান, পাটগ্রাম পৌরসভার কোর্টতলি এলাকার একটি ভুট্টা ক্ষেতে জুয়ার আসর বসেছে এমন একটি গোপন খবরে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সরঞ্জাম ও কিছু টাকাসহ ৪ জুয়াড়িকে আটক করে পুলিশ।

এ ঘটনায় জুয়া নিরোধ আইনে আটকদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় আটকদের গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান ওসি সুমন কুমার মহন্ত।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।