ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে বিদ্যালয়ের চুরি হওয়া ১০ ল্যাপটপ বাঁশঝাড় থেকে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
পঞ্চগড়ে বিদ্যালয়ের চুরি হওয়া ১০ ল্যাপটপ বাঁশঝাড় থেকে উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড়ের একটি বিদ্যালয় থেকে চুরি হওয়া ১১টি ল্যাপটপের মধ্যে ১০টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ মার্চ) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শিংনাথপাড়া এলাকার হাসিবুল ইসলামের বাড়ির সামনের একটি বাঁশঝাড় থেকে ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি দিনগত রাতে পঞ্চগড় সদর উপজেলার শেখের হাট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের দরজার তালার ওপরের হ্যাজবল কেটে রুমে ঢুকে একটি রাউটার ও ১১টি ল্যাপটপ চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।  

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বুধবার ভোরে কেউ ল্যাপটপ ১০টি বস্তায় ভরে বাঁশঝাড়ে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা বস্তাগুলো দেখে খবর দিলে পুলিশ গিয়ে ব্যাগগুলো উদ্ধার করে তাতে ১০টি ল্যাপটপ পায়। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। এ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।