ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মশানিধনের দাবিতে গাজীপুরে ‌‘মশারি মিছিল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
মশানিধনের দাবিতে গাজীপুরে ‌‘মশারি মিছিল’

গাজীপুর: মশকনিধনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনের সামনে মশারি নিয়ে মিছিল করেছেন নগরবাসী।

বুধবার (১০ মার্চ) সকালে বাংলাদেশ যুব অধিকার পরিষদের উদ্যোগে এ মিছিল করা হয়।

মিছিলে যুব অধিকার পরিষদের নেতারা ও এলাকাবাসী অংশ নেন।

যুব অধিকার পরিষদের নেতারা জানান, শীত আসার পর থেকেই গাজীপুরে মশার উপদ্রব বাড়তে থাকে। এখন চরম পর্যায়ে পৌঁছেছে। দিনে কিংবা রাতে মশার যন্ত্রণা থেকে রেহায় পাচ্ছেন না নগরবাসী। যার কারণে মশানিধনের দাবিতে মশারি মিছিলের আয়োজন করা হয়েছে। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী।

গাজীপুরের শিববাড়ী মোড় থেকে মশানিধনের দাবিতে নগর ভবন অভিমুখে একটি মশারিমিছিল নিয়ে যায়। এসময় তাদের সঙ্গে সাধারণ মানুষও যোগ দেন। পরে তারা নগর ভবনের মূলগেইটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এসময় বক্তব্য দেন- যুব অধিকার পরিষদের নেতা ও প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আরমান হোসেন, মমিন আকন্দ, আসাদুজ্জামান নূর ও শহীদ অহমেদ প্রমুখ।

বক্তরা বলেন, সিটি করপোরেশনের মেয়রকে নগরবাসী ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাকে কেন মশানিধন করার কথা বলতে হবে। আমরা সাধারণ মানুষ আমরা সুন্দর পরিবেশে বাঁচতে চাই। মেয়রকে নিজ উদ্যোগেই মশানিধন কার্যক্রম নিতে হবে। একইসঙ্গে ড্রেন, নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।