ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পল্টনে বিএনপি অফিসের পাশের হোটেলে বিস্ফোরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
পল্টনে বিএনপি অফিসের পাশের হোটেলে বিস্ফোরণ

ঢাকা: রাজধানীর পল্টন বিএনপি অফিসের পাশে ভিক্টোরি হোটেলের পঞ্চমতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এ পর্যন্ত তিন জন আহত হয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে।

বুধবার (১০ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে হোটেলটির পঞ্চম তলায় ওই বিস্ফোরণ ঘটে।

এই বিষয়ে পল্টন থানার (ওসি) আবু বক্কর সিদ্দিকী জানান, ধারণা করা হচ্ছে ভিক্টোরি হোটেলের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আমরা এই পর্যন্ত তিন জন আহত হওযার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে আমরা অবস্থান করছি। আহতদের মধ্যে একজন গুরুতর, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ জানান, ঘটনাস্থলে আমরা দুইটি ইউনিট পাঠিয়েছি। বিস্তারিত এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এজেডএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।