যশোর: আদালতে হাজিরা দিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া বাচ্চু গাজী (৩৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ মার্চ) দুপুরে যশোর শহরতলীর খোলাডাঙ্গা মুন্সিপাড়ার একটি ধানক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
নিহত বাচ্চু গাজী যশোর সদর উপজেলার বাউলিয়া হামিদপুর গ্রামের রবিউল গাজীর ছেলে। তিনি পেশায় লেদমিস্ত্রি।
পরিবারের ধারণা, মঙ্গলবার (৯ মার্চ) দিনগত গভীররাতে তিনি হত্যার শিকার হন।
নিহতের স্ত্রী সালমা বেগম বাংলানিউজকে বলেন, আমার স্বামীর নামে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলাটি ষড়যন্ত্রমূলক। মঙ্গলবার ওই মামলায় আদালতে হাজিরা দিতে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে যায়নি। বুধবার (১০ মার্চ) লোকমারফত তার হত্যার খবর পাই।
তিনি আরও বলেন, আমি নাম বলতে পারবো না। তবে, বাচ্চুকে যারা হত্যা মামলায় জড়িয়েছেন, তারা তার খুব কাছের বন্ধু। তারা একাধিকবার তাকে হত্যার হুমকিও দিয়েছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে বাচ্চুর বন্ধুরা জড়িত থাকতে পারে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ধানক্ষেত থেকে বাচ্চু গাজী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের জামার পকেট থেকে তার জাতীয় পরিচয়পত্র ও একটি হত্যা মামলার রিকল (আদালত কর্তৃক জামিন সংক্রান্ত আদেশের কপি) পাওয়া যায়। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম বাচ্চু গাজী। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত কিংবা গ্রেফতার এখনো সম্ভব হয়নি। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।
তিনি আরও বলেন, বাচ্চু তার শ্বশুরবাড়ি শহরতলীর সন্ন্যাসীদীঘিরপাড় এলাকায় থাকতেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীররাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
ইউজি/এএটি