ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর-কাঁঠালিয়া-আমুয়া সড়কের সাতানী বাজার সংলগ্ন খালের ওপরের একটি আয়রন ব্রিজ (সাতানী ব্রিজ) ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এতে করে কাঠালিয়া উপজেলার সঙ্গে রাজাপুর ও ঝালকাঠিসহ বিভিন্ন রুটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (১০ মার্চ) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপুর থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। তবে ট্রাক ড্রাইভার ও হেলপার কৌশলে প্রাণে রক্ষা পান।
এ ঘটনার পর বুধবার দুপুর থেকে এ সড়কের সব যান চলাচল বন্ধ রয়েছে। এতে উপজেলাবাসীসহ সব পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (১০ মার্চ) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে ট্রাক খালে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এমএস/ওএইচ/