হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ট্রলি উল্টে সিবাজুল মিয়া (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে চার শিশু।
বুধবার (১০ মার্চ) রাতে ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সে বানিয়াচং উপজেলার চান্দের মহল্লা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। সিবাজুল জাতুকর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে একটি ট্রলিতে উঠে প্রায় ২০ জনের শিশু-কিশোরের একটি দল জাতুকর্ণপাড়া থেকে পার্শ্ববর্তী হাওরে খেলতে যাচ্ছিল। পথে বড়গুইল এলাকায় ট্রলিটি উল্টে গেলে সিবাজুলসহ পাঁচজন আহত হয়। দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে সিবাজুল মারা যায়।
এ ঘটনায় আহতরা হলো চান্দের মহলা গ্রামের কয়েস মিয়া (১৭),রাহুল আহমেদ (১৬), হোসাইন মিয়া (১০) ও শাহিবুর মিয়া (১৬)। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসআই