ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ সফরে আসতে পারেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের নেতারা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
বাংলাদেশ সফরে আসতে পারেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের নেতারা

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের নেতারা বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

 

বুধবার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।  

২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে অবহিত হতে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন।
বৈঠকে ড. মোমেন যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন বিষয় তাকে অবহিত করেন।

বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ড. মোমেনকে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের নেতারা বাংলাদেশ সফরে আসতে পারেন। এছাড়া চলতি মাসের ১০ দিনব্যাপী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নেতারা ভিডিও বার্তা পাঠাবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।