ঢাকা: ফেনী শহরে বাসায় বিস্ফোরণে দগ্ধের ঘটনায় হাফসা ইসলামের (১৫) মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মার্চ) রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
তিনি জানান, গতরাতে আইসিইউতে মারা যায় হাফসা। আর তার মা বুধবার দুপুরে মারা যান। তিনিও আইসিইউতে ছিলেন। আর হাফসার বড় বোন ফারাহ ইসলাম (১৮) ওই দিনই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।
এরআগে, শুক্রবার (০৫ মার্চ) দিনগত রাত ১১টার দিকে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে শফিক ম্যানশনের পঞ্চম তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।
>>>বৈদ্যুতিক মশা মারার ব্যাট থেকে লাগা আগুনে মা মেয়ে দগ্ধ
ঘটনার পরদিন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বাংলানিউজকে জানান, শনিবার ভোরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়ে। এরপরপরই তাদের আইসিইউতে নেওয়া হয়। মা-মেয়ের শরীরে ৪৬ ও ২৭ শতাংশ দগ্ধ হয়েছে। তবে তাদের দুইজনেরই শ্বাসনালী পুড়ে গেছে। আর পরিবারটির আরেক মেয়ের হাতে ২-৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, দগ্ধ হাফসার ফুপাতো ভাই আরিফুর রহমান বাংলানিউজকে জানান, হাফসার বাবা মাহবুবুল ইসলাম আরব আমিরাতে থাকেন। ফেনী শহরের ৬ তলা বাড়িটির পঞ্চম তলাতে মা ও দুই মেয়ে ভাড়া থাকতো। হাফসা স্থানীয় হলিক্রিসেন্ট স্কুল ও ফারাহ এবার উচ্চ মাধ্যমিক পাস করেছে। আর তাদের মা গৃহিণী।
তিনি বলেন, আমাদের ধারণা রাতে তাদের বাসার গ্যাসের চুলা চালু ছিলো। সেখান থেকে গ্যাস লিক করার পর রাতে যখন তারা মশা মারতে ইলেক্ট্রিক মশার ব্যাট চালু করে তখন সেখান থেকে স্পার্ক হয়ে বিস্ফোরণ ঘটে। আর এতেই তারা ৩ জন দগ্ধ হয়। এদের মধ্যে মা ও মেয়ে মারা গেল।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এজেডএস/এনটি