ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষকসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষকসহ গ্রেফতার ২

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার গৃহশিক্ষক ও ধর্ষণচেষ্টার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) দিনগত রাত দেড়টায় বানিয়াচংয়ের বিথঙ্গল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের আব্দুল মৃত আজিদের ছেলে সোহেল মিয়া (৩০) ও একই গ্রামের রমজান আলীর ছেলে আইয়ুব আলী (৩০)।

সোহেল বৃন্দাবন সরকারি কলেজে বিএ অধ্যয়নরত। তিনি সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে গিয়ে পড়াতেন।

নির্যাতনের শিকার মেয়ে ও তার পরিবারের অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাতে সোহেল মেয়েটির মোবাইল ফোনে কল দিয়ে বাড়ি থেকে বের হতে বলেন। এরপর বাড়ির সামনের একটি জায়গায় গেলে প্রথমে গৃহশিক্ষক সোহেল তাকে ধর্ষণ করেন ও পরে আইয়ুব আলী তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখন মেয়েটি চিৎকার দিলে তারা পালিয়ে যান।  

বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বাংলানিউজকে জানান, মেয়েটির পরিবারের পক্ষ থেকে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিলে রাত দেড়টায় দু’জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।