ঢাকা: ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনদিন শুকনো কাশির সমস্যায় ভোগার পর বুধবার (১০ মার্চ) গুরুতর শ্বাসকষ্ট শুরু হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন তিনি।
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন আহমেদের অধীনে চিকিৎসা নিচ্ছেন ডেইলি সান সম্পাদক এনামুল হক।
ডেইলি সানে যোগদানের আগে এনামুল হক চৌধুরী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার, জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রয়টার্স, বিএসএস, নিউজ টুডে এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করেছেন।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এসআই