শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় খোদেজা বেগম (৬০) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে নিহত খোদেজা বেগমের বসত ঘরের পাশেই মাটির নিচে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ও নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সুজা বলেন, মামলার ওপর ভিত্তি করে অপারাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এনটি