ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ১১ হাজার জেলের খাদ্য সহায়তা আসেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
চাঁদপুরে ১১ হাজার জেলের খাদ্য সহায়তা আসেনি চাঁদপুরে খাদ্য সহায়তা আসেনি ১১ হাজার জেলের

চাঁদপুর: জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় মাছ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত ১১ হাজার ১শ’ ৮৫ জন জেলের জন্য বরাদ্দ হওয়া খাদ্য সহায়তার চাল আসেনি। যার কারণে নির্ধারিত সময়ে জেলেদের মধ্যে চাল বিতরণ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে জেলে পাড়া এলাকার জনপ্রনিধিদের।

প্রতি জেলের জন্য ৪০ কেজি করে চাল বরাদ্দ ছিলো।

২০১৯ সাল থেকে চাঁদপুরে নিবন্ধিত এক থেকে দুই হাজার জেলের বরাদ্দ কম আসছে।  

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,চাঁদপুর জেলার মতলব উত্তর,মতলব দক্ষিণ, চাঁদপুর সদর,হাইমচরও অন্যান্য উপজেলা মিলিয়ে নিবন্ধিত জেলে রয়েছে ৫১ হাজার ১৯০ জন। এরমধ্যে বরাদ্দ এসেছে ৪০ হাজার ৫ জনের। ২০২০ সালে একই বরাদ্দ এসেছে ৩৮ হাজার ৫ জনের।  

মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকার জেলে সোলাইমান প্রধান ও জাকির হোসেন বাংলানিউজকে বলেন,আমরা দীর্ঘদিন মেঘনায় মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু সরকারের জেলে তালিকায় আমাদের নাম নেই। অনেক জেলে মৃত্যুবরণ করেছেন তাদের নামে এখনো বরাদ্দ আসে। মাছ ধরা থেকে বিরত থাকার কারণে পরিবার নিয়ে আমাদের অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে।  

সদর উপজেলার আনন্দ বাজার এলাকার জেলে জাহাঙ্গীর ও রহমান বাংলানিউজকে বলেন,জেলে তালিকা অনেক পুরনো। নতুন করে তালিকা হালনাগাদ না করলে আমাদের মত প্রকৃত জেলেরদের না খেয়ে থাকতে হবে। বরাদ্দ কম আসায় সমন্বয় করতে গেলেও তালিকায় নাম থাকা জেলেরা কম নিতে রাজি হয় না।

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী বাংলানিউজকে বলেন, জেলেদের বরাদ্দ কম আসায় এখন পর্যন্ত চাল বিতরণ করা সম্ভব হয়নি। তালিকাভুক্ত জেলেদের পুরো বরাদ্দ না আসলে আমাদের অনেক বড় ধরণের বিপদে পড়তে হয়। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ইতোমধ্যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো.আসাদুল বাকি বাংলানিউজকে বলেন, জাটকা ধরা থেকে বিরত থাকার জন্য সরকার এই প্রণোদনা চালু করে। গত দুই বছর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলেদের এই বরাদ্দ এসেছে। তখন এক বছর পুরো নিবন্ধিত জেলেদের বরাদ্দ আসে। কিন্তু গত দুই বছর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যে বরাদ্দ পাঠায় তা দিয়ে জেলেদের মধ্যে বিতরণ করা হচ্ছে।  

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জানান, শুধুমাত্র চাঁদপুর জেলায় নয়। অভয়াশ্রম এলাকার সব উপজেলায় এমনিভাবে বরাদ্দ কম এসেছে। বরাদ্দ আসেনি এমন জেলেদের বরাদ্দ দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।  

জাতীয় সম্পদ জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত সরকার অভয়াশ্রম ঘোষণা করেছেন। এ সময় জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্যকারী ব্যক্তিকে মৎস্য আইনে ২ বছরের কারাদণ্ড,পাঁচ হাজার টাকা জরিমানা ও উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

বাংলাদেশ সময়:১৭৩০ ঘণ্টা, সার্চ ১১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।