নওগাঁ: নওগাঁয় সদ্য প্রয়াত সিনিয়র তিন সাংবাদিকের স্মরণে জেলা প্রেসক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রয়াত সদস্যরা হলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহজাহান আলী, সাবেকসহ সভাপতি বিশ্বনাথ দাস ও সদস্য হাফিজুর রহমান।
স্মরণসভায় সদ্য প্রয়াত তিন সাংবাদিকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রয়াতদের পরিবারের সদস্যরা এবং নওগাঁর বিশিষ্ট সাংবাদিকরা।
এ সময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসনে জুয়েল, সিনিয়র সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, নবির উদ্দিন, কায়েস উদ্দিন, ফতিদুল করিম তরফদার, সুলতানুল আলম মিলন, সাদেকুল ইসলাম, শফিক ছোটন, বেলায়েত হোসেন, হারুন-অর-রশিদ, ওমর ফারুকসহ প্রয়াত তিন সাংবাদিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষ প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এএটি