ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় প্রয়াত সাংবাদিকদের স্মরণে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
নওগাঁয় প্রয়াত সাংবাদিকদের স্মরণে সভা স্মরণসভা। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁয় সদ্য প্রয়াত সিনিয়র তিন সাংবাদিকের স্মরণে জেলা প্রেসক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মণি।

প্রয়াত সদস্যরা হলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহজাহান আলী, সাবেকসহ সভাপতি বিশ্বনাথ দাস ও সদস্য হাফিজুর রহমান।

স্মরণসভায় সদ্য প্রয়াত তিন সাংবাদিকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রয়াতদের পরিবারের সদস্যরা এবং নওগাঁর বিশিষ্ট সাংবাদিকরা।

এ সময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসনে জুয়েল, সিনিয়র সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, নবির উদ্দিন, কায়েস উদ্দিন, ফতিদুল করিম তরফদার, সুলতানুল আলম মিলন, সাদেকুল ইসলাম, শফিক ছোটন, বেলায়েত হোসেন, হারুন-অর-রশিদ, ওমর ফারুকসহ প্রয়াত তিন সাংবাদিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষ প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।