ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুর নগর গ্রামে দুপক্ষের সংঘর্ষে শাহ মুল্লক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

শনিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পিয়ান নদীর উত্তর পাড়ে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের আরও অর্ধশতাধিক লোক আহত হয়েছে। নিহত শাহ মুল্লক নুর নগর গ্রামের আবদুস সালমের ছেলে।  

স্থানীয়রা জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে নুর নগর গ্রামের সামছুল ইসলাম, ফিরোজ আলী, আলমগীর মাস্টার ও জমশেদের  মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।  

ফিরোজ আলীর লোকজনের সঙ্গে খাস জায়গা দখল নিয়ে গ্রামবাসী ও সামছুল ইসলামের লোকজনের একাধিক সংঘর্ষে ঘটনাও ঘটে। এ নিয়ে দুপক্ষের মধ্যে আদালতে মামলাও রয়েছে।

সকালে সামছুল ইসলাম পক্ষের লোকজন পিয়ান নদীর উত্তর পাড়ে জমিতে কৃষিকাজ করতে গেলে ফিরোজ আলী ও আনহারের নেতৃত্বে তাদের লোকজন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় 
সামছুল ইসলামের পক্ষের এক জন ঘটনাস্থলেই মারা যান এবং সামছুল 
ইসলামসহ উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়।  

আহতদের মধ্যে নুর নগর গ্রামের তুফাজ্জল মিয়া (৩৫), সামছুল ইসলাম (৫০), সফর আলী (৩৫), সিরাজুল ইসলাম (৩২), লুৎফর মিয়া (৩৫) সহ পাঁচ জনকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ 
হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- নুর নগর গ্রামের জমশেদ মিয়া, নাঈম মিয়া ও মুনসুর আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।