ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধুর চার মূলনীতি এখন হারানো দিনের গান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
‘বঙ্গবন্ধুর চার মূলনীতি এখন হারানো দিনের গান’

ঢাকা: বঙ্গবন্ধুর চার মূলনীতি এখন হারানো দিনের গান বলে উল্লেখ করেছেন ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

শনিবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সেমিনার হলে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও চার মূলনীতি’ শীর্ষক আলোচনাসভার মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি একথা বলেন।



অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর চার মূলনীতি এখন হারানো দিনের গান। ১০ জানুয়ারি ১৯৭২ সালে বঙ্গবন্ধু দেশে ফিরে বলেন, বাংলাদেশ হবে একটি আদর্শ রাষ্ট্র, ধর্মভিত্তিক রাষ্ট্র হবে না। রাষ্ট্রের ভিত্তি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা। পরে জাতীয়তাবাদ যুক্ত করে চার মূলনীতি নীতি নির্ধারণ করা হয়।

তিনি বলেন, একদিকে রাষ্ট্র ধর্ম ইসলাম, অপরদিকে ধর্ম নিরপেক্ষতা একসঙ্গে যায় না। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। বঙ্গবন্ধু সমাজতন্ত্র বলতে শোষণহীন সমাজের কথা বলেছেন। বাইরে থেকে আরোপিত সমাজতন্ত্র নয়, দেশের মধ্য থেকেই এই সমাজতন্ত্রের উদ্ভব হবে।

‘জাতিতে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি। সব সংখ্যালঘু জাতিসত্তার স্বীকৃতি দিয়েই বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটবে। যাত্রার শুরুতে আলো থাকলেও এখন আমরা আলো আঁধারিতে রয়েছি। বাংলাদেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর রাষ্ট্র চিন্তাই অনুসরণ করতে হবে।

আলোচনাসভায় মূলপত্রে ওয়ার্কার্স পার্টির সধারণ সম্পাদক এবং সংসদ সদস্য ফজলে হোসেন বলেন, মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর যে ভাষণ প্রচার করা হয় তাতে ধর্মের নিরপেক্ষকতা ও সমাজতন্ত্র সম্পর্কে বক্তব্য কেটে বাদ দেওয়া হয়েছিল। এ ব্যাপারে পার্লামেন্টে প্রশ্ন করলেও তার উত্তর পাওয়া যায়নি। বঙ্গবন্ধুর চার মূলনীতি বাদ দিলে দেশের অস্তিত্বই থাকে না।

সভাপতির সূচনা বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কিন্তু চরম বৈষম্য উন্নয়নকে শুধুই প্রশ্নবিদ্ধ নয়, তাকে বাধাগ্রস্ত করছে। বঙ্গবন্ধু শেষদিন পর্যন্ত শ্রমিক-কৃষক মেহনতি মানুষের শোষণ-বৈষম্যর অবসান ও তাদের মুখে হাসি ফোটাবার কথা বলেছেন। বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তাকে অনুসরণ করলে বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।