ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে মাইক্রোবাস চাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
সাদুল্যাপুরে মাইক্রোবাস চাপায় পথচারী নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় মাইক্রোবাস চাপায় স্বাধীন মাল্টি (২৩) নামে পথচারী আদিবাসী এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৩ মার্চ) বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্বাধীন পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার চতরাহাট এলাকার অনন্তপুর গ্রামের রবিন মাল্টির ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে ধাপেরহাট আখক্রয় কেন্দ্রের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন স্বাধীন। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।