ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

১২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
১২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ঢাকা: রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এরশাদ আলম শান্ত (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৩ মার্চ) ভোরে বংশাল থানার নাজিম উদ্দিন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি লালবাগ বিভাগের কোতয়ালি জোনাল টিম।

ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাইফুর রহমান আজাদ জানান, আটক এরশাদ দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করে আসছিলেন। জব্দ চালানটিও কক্সবাজার থেকে এনে আরেক মাদক ব্যবসায়ীকে সরবরাহের জন্য ওই এলাকায় আসেন।

এ সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
পিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।