ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় শাখা ডাকঘর কর্মচারী সমিতির নতুন কমিটি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
নওগাঁয় শাখা ডাকঘর কর্মচারী সমিতির নতুন কমিটি  ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁয় বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন হয়েছে। এতে মহসীনুল আলম সভাপতি ও ওয়াজেদ আলী বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত
হয়েছেন।

শনিবার (১৩ মার্চ) দুপুরে শহরের আস্তান মোল্লা ডিগ্রি কলেজ মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। সভাপতিত্ব করেন সম্মেলনের আহ্বায়ক মহসীনুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতিটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহসীনুল মুকুল।  বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইদ্রিস আলী শেখ ও অন্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সহ-সভাপতি পদে মোকলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম, সদস্য নাইমুল হকসহ মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।  

সম্মেলনে নওগাঁর ১১টি উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবার সম্মতিক্রমে কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।