ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে একত্রে ১১ কর্মকর্তা বদলি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
শ্রীমঙ্গলে একত্রে ১১ কর্মকর্তা বদলি পুলিশ কর্মকর্তাদের বিদায়জনিত সংবর্ধনা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ১১ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এ বদলি উপলক্ষ্যে তাদের প্রত্যেককে বিদায়জনিত সংবর্ধনা দেয়া হয়।

শনিবার (১৩ মার্চ) দুপুরে থানা প্রাঙ্গণে তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বদলি হওয়া অফিসারা হলেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র হাজরা, এসআই মো. ফরিদ মিয়া, এসআই কাশী চন্দ্র শর্ম্মা, এসআই রুকনুজ্জামান, এসআই শহীদুল ইসলাম মোল্লা, সহ. উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ইলিয়াস নূরী, এএসআই জিতেন কর্মকার, এএসআই রুবেনা বেগম, এএসআই সুলতান আহমদ, এএসআই মো. সোহাগ মিয়া, এবং কনস্টেবল কাম কম্পিউটার অপারেটর জুন চাকমা।

এতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, ওসি (তদন্ত) হুমায়ুন কবির, ওসি (অপারেশন) নয়ন কারকুনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন বাংলানিউজকে বলেন, আমাদের থানায় তিন জন ইন্সপেক্টর, ১৮ জন এসআই এবং ১২জন এএসআইসহ মোট কর্মকর্তা ৩৩ জন। ১১ জন বদলি হলেন। এখন যদি নতুন কর্মকর্তা দ্রুত এখানে না আসেন হয় তবে গুরুত্বপূর্ণ উপজেলা শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা রক্ষাসহ নানান জননিরাপত্তা কার্যক্রম বিঘ্নিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২৯, মার্চ ১৩, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।