মুন্সিগঞ্জ: বছরের প্রথম কালবৈশাখীর আঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস উল্টে কমপক্ষে ছয়জন যাত্রী আহত হয়েছেন। এছাড়া তীব্র বাতাসের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে এক ঘণ্টা ফেরি বন্ধ রাখা হয়।
শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আর দুর্ঘটনা এড়াতে বিকেল ৫টার দিকে পৌনে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)। তবে কোনো ফেরি মাঝ পদ্মায় নোঙরে ছিল না। দুই ঘাটে বর্তমানে ৫ শতাধিক যানবাহন পারের অপেক্ষায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বাংলানিউজকে বলেন, বিকেলে বছরের প্রথম কালবৈশাখীর আঘাতে ঢাকা থেকে ছেড়ে আসা শিমুলিয়াঘাটগামী গোধুলী পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় আহত ছয় যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে হাইওয়ে পুলিশের সদস্যরা।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. আজিজ বাংলানিউজকে জানান, তীব্র ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ রাখতে পেরে না দুর্ঘটনাটি ঘটেছে।
এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, হঠাৎ পদ্মা নদীতে ঝড়ো বাতাম বয়ে যায়। দুর্ঘটনা এড়াতে দক্ষিণবঙ্গের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ১৩টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে দুই ঘাটে অবস্থান করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে বাতাসের তীব্রতা কমতে শুরু করলে ফেরি চলাচল পুনরায় চালু হয়।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসআরএস