বরিশাল: বরিশাল নগরের কাশিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হামজা নামে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে।
এই ঘটনায় আহত হয়েছে থ্রি হুইলার চালকসহ আরও পাঁচজন।
শনিবার (১৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বরিশাল নগরের কাশিপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফিল শেষে নেছারাবাদ থেকে একটি থ্রি হুইলার (মাহিন্দ্রা) যোগে মাদ্রাসার কিছু ছাত্র বরিশালের দিকে আসছিল। কাশিপুর এলাকায় এলে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হয় শিশু হামজা। সে বরগুনার জেলার বামনার বাসিন্দা ও বরিশালের একটি মাদ্রাসার ছাত্র ছিলেন।
বরিশাল এয়ারপোর্ট থানার সহকারি উপ পরিদর্শক মো: রাজিব জানান, ঘাতক বাস এবং বাসের ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। সিসি টিভি ফুটেজ দেখে বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমএস/এসআইএস