ঢাকা: রাজধানীর শাহজাহানপুরের একটি বাড়িতে ফাতেমা (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে উত্তর শাহজাহানপুরের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান কবির সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ফাতেমা ইট ভাঙার কাজ করতেন। ঋণে জর্জরিত ছিলেন তিনি। ঋণের বোঝা বইতে না পেরে সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে কোনো এক সময় ঘরে ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ফাতেমা আত্মহত্যা করেন।
ফাতেমার স্বামী মনা মিয়া জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকাব্বর গ্রামে। তারা বর্তমানে উত্তর শাহজাহানপুরের একটি বাড়িতে ভাড়া থাকেন। দু’জনই ইট ভাঙার কাজ করেন। এটি তাদের দু’জনেরই দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়েতে তার সুমাইয়া (১২) নামে একটি মেয়ে আছে।
তিনি জানান, দীর্ঘদিন আগে ফাতেমা তার বোন শিল্পীকে কাতার পাঠান। এ সময় বিভিন্ন জায়গা থেকে চার লাখ টাকা ঋণ করেন ফাতেমা। শিল্পী এ টাকা দিতে অস্বীকার করে। শনিবার (১৩ মার্চ) টাকার বিষয়টি নিয়ে মোবাইলে ঝগড়া হয় শিল্পীর সঙ্গে। এ কারণে ফাতেমা আত্মহত্যা করে থাকতেন পারে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এজেডএস/এফএম