ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ১০ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ১০ জনকে জরিমানা

ফেনী: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে প্রশাসন। এ আইন অমান্য করায় লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ পথচারীকে জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ মার্চ) বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের জরিমানা করেন। এসময় পথচারীদের মধ্যে ৫০০ মাস্ক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন আকন্দের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচানা করা হয়। এসময় সদর উপজেলার উত্তর তেমুহনী এলাকায় মাস্ক না পড়ে রাস্তায় অবাধে চলাফেরা করায় ১০ জনকে জরিমানা করা হয়। তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতা করা হয়েছে। মাস্ক পরা বাধ্যতামূলক করতে আমাদের ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।