ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সিদ্দিক আলী মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে।

সোমবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর-লক্ষ্মীপুর প্রি-ক্যাডেট স্কুলের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক ওই এলাকার মৃত ফেরত আলী মণ্ডলের ছেলে। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সিদ্দিকের সঙ্গে প্রতিবেশী মৃত বিল্লাল হোসেনের ছেলে গফুর, সালাউদ্দিন, জলিল ও খলিলের কথা কাটাকাটি হয়। এ সময় দেশীয় ধারালো অস্ত্রে (রামদা) আঘাতে সিদ্দিক গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ