ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মতলবের মেঘনায় পুলিশের গুলিতে আহত জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
মতলবের মেঘনায় পুলিশের গুলিতে আহত জেলের মৃত্যু মেঘনায় পুলিশের টহল। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে জাটকা রক্ষায় মেঘনা নদীতে জেলেদের সঙ্গে নৌ পুলিশের টহল দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাসুদ (২২) নামে গুলিবিদ্ধ এক জেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। নিহত মাসুদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার কালিরচর এলাকায়।  

সোমবার (১৫ মার্চ) মধ্যরাতে নৌ পুলিশের নিয়মিত টহলের সময় মেঘনা নদীর মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, সোমবার দিনগত রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল হোসেন সরকারের নেতৃত্বে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এসময় জাটকা ধরার সময় একদল জেলেকে আটকের চেষ্টা করে নৌ পুলিশ।  

কিন্তু জেলেরা তাদের নৌকা থেকে পুলিশের ওপর লগি বৈঠা ও ইটের টুকরো নিয়ে হামলা করে। এতে আত্মরক্ষায় পুলিশ শর্টগানের এক রাউন্ড গুলি ছোড়ে।

এসময় মাসুদ নামে এক জেলের বাম পায়ের হাঁটুর ওপরে গুলিটি বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।  

পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় দুজন জেলেকে আটক করা হয়েছে। একই ঘটনায় ২৫ কেজি জাটকা, ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ইঞ্জিনচালিত মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়।  

খবর পেয়ে নৌ পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।