ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
সিরাজগঞ্জে সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯ মাস বয়সী শিশু সন্তানকে গলা কেটে হত্যার দায়ে মুক্তি খাতুন (২১) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

সাজাপ্রাপ্ত মুক্তি খাতুন শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে ও একই গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী।  

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গাজী আব্দুর রহমান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালে আব্দুল্লাহর সঙ্গে 
মুক্তি পারভীনের বিয়ে হয়। ২০১৯ সালে তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। তার নাম মো. মাহমুদুল্লাহ ওরফে মাহিম ওরফে বেলাল। ২০২০ সালের এপ্রিল মাসে শিশুটির বয়স ৯ মাস। ওই বছরের ২৮ এপ্রিল রাতে শিশুটির বাবা আব্দুল্লাহ ধান কাটার কাজে নওগাঁ চলে যান। রাতে বাড়ির সবাই তারাবির নামাজ পড়ার জন্য আব্দুল্লাহর বড় চাচা সোনাউল্লাহর বাড়ি যান। তারাবি নামাজ পড়া শেষে আব্দুল্লাহর মা ও বোন বাড়িতে এসে শিশু মাহমুদুল্লাহর গলাকাটা মরদেহ দেখতে পান। শিশুটির হাত ও মুখে টেপ দিয়ে আটকানো ছিল। এ সময় মুক্তি খাতুন পলাতক ছিল। ওই রাতেই শাহজাদপুরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে স্ত্রী মুক্তি খাতুনকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।