নাটোর: নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে জুবায়দা খাতুন (০৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিংড়ার ইটালি ইউনিয়ন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে প্রতিবেশি শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় জুবায়দা। গোসল করে অন্যরা বাড়িতে ফিরে গেলেও জুবায়েদা বাড়িতে ফিরে আসেনি। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা ১১টার দিকে পুকুরে তার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এনটি