ব্রাহ্মণবাড়িয়া: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে এবং দেশের বিভিন্ন স্থানে মুসল্লিদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষুব্ধ জনতা পুলিশ সুপারে কার্যালয়, সিভিল সার্জন, ডাকবাংলো, ২ নম্বর পুলিশ ফাঁড়ি আগুন লাগিয়ে দেয়।
শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে একযোগে এ হামলার ঘটে।
>>>ব্রাহ্মণবাড়িয়ায় মোদীবিরোধী বিক্ষোভ, অগ্নিসংযোগ-ভাঙচুর
ঘণ্টা দুয়েক পরে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শহরের দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান। শহরে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এনটি