ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে গবেষণারত ঢাবি অধ্যাপকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
শ্যামনগরে গবেষণারত ঢাবি অধ্যাপকের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে গবেষণারত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশিদ মাহমুদ মৃত্যুবরণ করেছেন।

বুধবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর উপজেলার চালিতাঘাটা বাজার এলাকায় অবস্থিত রিসোর্টের একটি কক্ষে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

খবর পেয়ে রাতেই তার স্বজনরা মৃতদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

অধ্যাপক রাশিদ মাহমুদ ফেনী জেলার পাঁচগাছিয়া গ্রামের চেয়ারম্যানবাড়ির মাহমুদুল হক তাহেরের ছেলে। তিনি কমিউনিটি ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়ে গবেষণার কাজে ২০ মার্চ থেকে শ্যামনগরে অবস্থান করছিলেন।

রাশিদ মাহমুদের নিকটাত্মীয় যশোরের চৌগাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জিয়াউর রহমান রিন্টু জানান, অধ্যাপক রাশিদ মাহমুদ ডায়াবেটিসের রোগী ছিলেন। বুধবার সন্ধ্যায় চালিতাঘাটার ওই রিসোর্টে নিজ কক্ষে অচেতন হয়ে পড়েন। এ অবস্থঅয় স্থানীয়রা দ্রুত রাশিদ মাহমুদকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার একমাত্র ছেলে দশম শ্রেণিতে লেখাপড়া করছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌহিদুর রহমান জানান, ডায়াবেটিস হাইপো থেকে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নেওয়ার লিখিত আবেদন করায় হাসপাতাল থেকে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।