ঢাকা: কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সদস্য-পদ শূন্য হওয়ার বিষয়ে সংসদকে অবহিত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সংসদের দ্বাদশ অধিবেশন শুরুর পর স্পিকার এ সংক্রান্ত ঘোষণা দেন।
স্পিকার বলেন, কুয়েতের আদালতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সাজা হওয়ায় নৈতিক স্খলন জনিত কারণে সংবিধানের ৬৬/২ ধারা অনুযায়ী তিনি আর সংসদের সদস্য থাকতে পারেন না। সংবিধানের ৬৭/১ এর ‘ঘ’ ধারা অনুযায়ী তার আসন শূন্য হয়েছে। গত ২৮ জানুয়ারি লক্ষ্মীপুর-২ আসন শূন্য হয়েছে। বিষয়টি সংসদকে অবহিত করা হলো।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে কাজী শহিদ ইসলাম পাপুল এমপি নির্বাচিত হন। কুয়েতে পাপুলের বিরুদ্ধে ২০২০ সালের শুরুতে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ ওঠে। পরে ওই মামলায় তিনি কুয়েতে গ্রেফতার হন।
গত ২৮ জানুয়ারি কুয়েতের আদালত পাপুলকে চার বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়। তার স্ত্রী সেলিনা ইসলাম কুমিল্লার সংরক্ষিত আসনের স্বতন্ত্র এমপি।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসকে/এমজেএফ