সিরাজগঞ্জ: বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো বাতাসের কারণেই টানা সাড়ে চার ঘণ্টা যাবত বিদ্যুৎহীন রয়েছে সিরাজগঞ্জ শহর।
রোববার (৪ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্তও শহরটিতে কোনো লাইনে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়নি।
অভিজাত বিপনীবিতানগুলোতে জেনারেটর বিদ্যুৎ চালিয়ে কোনো মতে সচল রাখা হলেও ফুটপাত এবং ছোট ও মাঝারি বিপনীবিতানগুলোর ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। ক্রেতারাও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ব্যর্থ হচ্ছেন।
তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও সামান্য ঝড়ো বাতাস বয়ে গেলেও ঝড় হয়নি।
সিরাজগঞ্জ নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই লিমিটেডের (নেসকো) নির্বাহী প্রকৌশলী (ডিভিশন-১) মো. আব্দুর রউফ বাংলানিউজকে বলেন, ঝড়ো বাতাসে কোনো এলাকায় বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন বা লাইনে সমস্যা হয়েছে কি-না সেটা চেক করা হচ্ছে। এ কারণে বিদ্যুৎ সরবরাহতে দেরি হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসআরএস